
স্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের আব্দুল আহাদ ২০১৯ সালের ১ মে নিখোঁজ হন। তিনি সিলেট বিমানবন্দর কাস্টমস অফিসে কর্মরত ছিলেন। নিখোঁজ হওয়ার পর প্রশাসনের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি চালানো হলেও তার সন্ধান পাওয়া যায়নি।
সপ্তাহ দিন আগেই, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার, ফেনী জেলার ছাগলনাইয়া সরকারি হাসপাতালে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ রাখা হয়। পরিচয় শনাক্ত করার পর জানা যায়, মৃত ব্যক্তি ৭ বছর আগে নিখোঁজ আব্দুল আহাদ। হাসপাতাল সূত্র জানায়, সকালে হাসপাতালে একটি অজ্ঞাত ব্যক্তি মাথা ঘুরে পড়ে যান। হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে ৭ বছর আগে তিনি কিভাবে নিখোঁজ হন এবং এতদিন কোথায় ছিলেন—এই প্রশ্নগুলোর কোনো উত্তর এখনো পাওয়া যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।