
স্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পীরের বাজারে একটি গুরুত্বপূর্ণ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও পীরের বাজার এর ব্যবসায়ী হাবিবুর রহমান খয়াজ-এর সভাপতিত্বে এবং রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী রিপন-এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার তদন্ত (ওসি) শামীম আখঞ্জি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার উপ-পরিদর্শক ফরহাদ মাতব্বর, এসআই আফসার আহমেদ, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া, মহিলা ইউপি সদস্য হালিমা বেগম, এবং রাউৎগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ ইকবাল সালাম,রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য আবু সাদেক সহ বাজারের ব্যবসায়ী এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সভায় বক্তারা বলেন, গত কয়েক মাস ধরে কুলাউড়ায় চুরি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বিশেষ করে রাউৎগাঁও এলাকায় রেললাইনের উপর কিশোর গ্যাংয়ের সদস্যরা বসে অপরাধ সংঘটিত করছে। তারা প্রশাসনকে অনুরোধ করে বলেন, “নিয়মিত এসব জায়গায় টহল জোরদার করা হলে কিশোর গ্যাংদের দমন করা সম্ভব হবে। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার জন্য জোর দাবি জানাচ্ছি।”
প্রধান অতিথি কুলাউড়া থানার তদন্ত ওসি শামীম আখঞ্জি বলেন, “প্রতিকার করার চেয়ে প্রতিরোধ করা শ্রেয়। একটি সমাজ তখনই নিরাপদ হয় যখন সাধারণ মানুষ সচেতন থাকেন। চুরি বা কিশোর গ্যাংয়ের উৎপাত—এসবের মূল উৎপাটন করতে হলে শুধু পুলিশের টহল যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন পিতামাতা, শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ।”
তিনি আরও বলেন, “আপনারা সিসিটিভি ক্যামেরা লাগানোর মাধ্যমে অপরাধ দমনে সহযোগিতা করতে পারেন। সন্দেহজনক কোনো কিছু দেখলেই সঙ্গে সঙ্গে থানায় খবর দিন। তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, আমরা আপনাদের নাম গোপন রাখব।” তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের সন্তানরা স্কুল ছুটির পর বা সন্ধ্যার পর কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এসবের ওপর নজর রাখুন।” তিনি রাউৎগাঁও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।