1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

“কুলাউড়ায় জনস্বার্থে রাস্তা উন্মুক্ত ও সৈয়দ আবুল হোসেন স্মৃতিফলকের উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কুলাউড়া সদর ইউনিয়নের বনগাঁও-২ গ্রামে জনসাধারণের চলাচলের সুবিধার্থে একটি রাস্তা উন্মুক্ত করা ও রাস্তার সম্মুখে স্থানীয় বাসিন্দা মরহুম সৈয়দ মৌলভী আবুল হোসেন পীর সাহেবের স্মৃতি স্মরণে সৈয়দ বাড়ী নতুন গেইট এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৩১ অক্টোবর সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুল ইসলাম। এসময় তিনি বলেন, আজকাল জনগণের স্বার্থে কাজ করার মতো মানুষের অভাব প্রকট। মরহুম সৈয়দ আবুল হোসেন পীর সাহেবের সন্তানরা শতশত গ্রামবাসীর চলাচলের জন্য রাস্তায় জায়গা দিয়ে বড় মন ও মহত্বের পরিচয় দিয়েছেন। তাদের এই দান চিরস্মরণীয় হয়ে থাকবে। এসব ভালো কাজই সমাজে সহাবস্থান ও শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে। আমরা যার যার অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করলে সত্যিকার অর্থে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

মরহুম সৈয়দ মৌলভী আবুল হোসেনের পুত্র সমাজসেবক সৈয়দ তালিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান, সাবেক চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলী, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, সাবেক মেম্বার আজাদ মিয়া, মরহুম সৈয়দ আবুল হোসেনের জামাতা সমাজসেবক মোহাম্মদ ইসলাহ উদ্দিন জোয়ারদার ও চান মিয়া, সাংবাদিক আলাউদ্দিন কবির, বিএনপি নেতা মাহমুদুল ইসলাম (দানা মিয়া), কুলাউড়া সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাহেল মিয়া, মুরব্বী আকলিছ মিয়া, বাবুল হোসেন চৌধুরী, কামাল আহমদ, আব্দুল খালিক, জুবের হান্নান, হাফিজ জুবেল আহমদ, মোবারক হোসাইন বাবলু, অরুণ কালোয়ার, সিপাউল ইসলাম প্রমূখ।

প্রসঙ্গত রাস্তায় ৭ শতক জমিদানসহ পুরো রাস্তা রক্ষণাবেক্ষণ এবং স্মৃতি ফলক নির্মাণ করায় স্থানীয়রা দাতাদের ভূয়সী প্রশংসা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট