
স্টাফ রিপোর্টার।। ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে কুলাউড়া উপজেলা সমবায় অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাস এর সভাপতিত্বে এবং সহকারী সমবায় অফিসার বরকত উল্লাহ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিছুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুল মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, জেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান, টিবিএফ সভাপতি মঈনুল ইসলাম শামীম, বিএনপি প্রতিনিধি ও ছাত্রদল নেতা সুলতান আহমদ টিপু, ওয়ারিয়র্স অফ জুলাই-এর সদস্য সচিব জাহিদুল ইসলাম ফেরদৌস, ২৪-এর ছাত্র আন্দোলনের নেতা নাহিদুর রহমান এবং সমবায়ী আব্দুল মালিক প্রমুখ।
সভা শুরুর আগে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।