
ষ্টাফ রিপোর্টার। কুলাউড়া পৌরসভার ভিতরে অবস্থিত একটি জনপ্রিয় রাস্তা দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে আছে। এই রাস্তা দিয়ে শর্টকাটে স্টেশন থেকে দক্ষিণ বাজার পর্যন্ত সহজে যাতায়াত করা সম্ভব হলেও বর্তমানে এর করুণ অবস্থা জনসাধারণের জন্য এক বড় ভোগান্তিতে পরিণত হয়েছে।
রাস্তাজুড়ে বড় বড় গর্ত, পানি জমে থাকা এবং খানাখন্দে ভরা অবস্থায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহন চালকরা। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির এই নাজুক অবস্থার বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
অনেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন — “যেমনে তেমনে চলছে! চলুক না!” — অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার হলে স্টেশন ও দক্ষিণ বাজারের সংযোগ আরও সহজ ও নিরাপদ হতো।
এলাকাবাসী আশা করছেন, উপরের মহলের দৃষ্টি পড়লে বিষয়টি দ্রুত সমাধান করা হবে।
এ বিষয়ে পৌর এলাকার নাগরিকরা আহ্বান জানিয়েছেন, পৌর প্রশাসক ইউএনও মোঃ মহীউদ্দীন যেন দ্রুত এই রাস্তার সংস্কারের উদ্যোগ নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।