
স্টাফ রিপোর্টার নিউইয়র্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের মনোনীত এমপি প্রার্থী এর বর্ষীয়ান নেতা, আলহাজ্ব শওকতুল ইসলাম শকু যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফরে এসে প্রবাসী কুলাউড়াবাসীর সঙ্গে চা-চক্র ও মতবিনিময় সভা করেছেন। সভা অনুষ্ঠিত হয় নিউইয়র্কের এস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্টে।
সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা সাইফুল ইসলাম রহিম এবং পরিচালনা করেন কুলাউড়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈনুর রহমান সুয়েব। প্রধান অতিথি শওকতুল ইসলাম শকু বলেন, “আগামী দিনে পিছিয়ে পড়া কুলাউড়াকে এগিয়ে নিতে আমি ও আমার দল বিএনপি প্রবাসীদের সহযোগিতায় উন্নয়নমূলক কর্মকাণ্ড ও পরিকল্পনা গ্রহণ করব।”
সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র উপদেষ্টা পরিষদের সদস্য বেদারুল ইসলাম বাবলা, এ এম শফি চৌধুরী, মোশাহিদ জে রাশেদ, কুলাউড়া এসোসিয়েশনের সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল মান্নান চৌধুরী হেশাম, সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন লিটন, সাপ্তাহিক সীমান্তের ডাক প্রকাশক মিসবাউর রহমান এনাম, সাংগঠনিক সম্পাদক রাহাত চৌধুরী, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান কামাল এবং অন্যান্য সদস্যবৃন্দ।
সভা শেষে কুলাউড়ার উন্নয়ন এবং প্রবাসীদের ঐক্য বজায় রাখার প্রত্যয় নিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।