
স্টাফ রিপোর্টার: সামাজিক ও মানবিক রক্তদান কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম পেয়েছেন ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা।
গত ২ নভেম্বর ২০২৫ ইং তারিখে এক বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ সাঈদ এনাম, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, সিইও — ব্রেন কেয়ার অ্যান্ড রিসার্চ এবং ফেলো, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন।
তিনি অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্যে সমাজের তরুণ প্রজন্মকে মানবিক, সৃষ্টিশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহেদ আলী, শেখ নুরুজ্জামান (নুরুল হুদা), সৈয়দ রফিকুল ইসলাম লিটন, আব্দুল বারি তরু, মঈন উদ্দিন আহমেদ, হিউম্যানিটি রক্তদান সংস্থা-র সভাপতি পিংকু মহন দাস, নিরাপদ স্বাস্থ্যরক্ষা সামাজিক সংগঠন কুলাউড়া শাখা-র সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন নিঃস্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জুনেদ আহমেদ, কুলাউড়া উপজেলা শাখার সহসভাপতি মোঃ সামছুল ইসলাম, স্বেচ্ছাসেবী জামিল আহমদ, মুস্তফা করিম কাসেমসহ হিউম্যানিটি রক্তদান সংস্থার অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মোঃ আব্দুল মজিদ ও মোঃ আব্দুর রহিম বলেন,
“রক্তদান ও সামাজিক সেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে পারাই আমাদের গর্ব। সমাজের গুণী ব্যক্তিবর্গ আমাদের কাজকে সম্মানিত করেছেন—এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আমরা সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ দুই মানবসেবীকে অভিনন্দন জানান এবং সমাজে মানবিক রক্তদানের এই কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।