
স্টাফ রিপোর্টার। কুলাউড়ার শ্রীপুর বাজার রক্তদান ও যুব সামাজিক সংগঠনের আয়োজনে টিশার্টের মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মৌলভীবাজার জজ কোর্টের এ পি পি, এডভোকেট কামরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন সুজেল আহমদ। প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ওমর ফারুক, অফিসার ইনচার্জ, কুলাউড়া থানা।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট কামরুল ইসলাম, এ পি পি, মৌলভীবাজার জজ কোর্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন। এছাড়া কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সহ-সাধারণ সম্পাদক জাবের আহমদ এবং দপ্তর সম্পাদক মামুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব ও স্বেচ্ছাসেবার ভূমিকা তুলে ধরেন। এছাড়া কুলাউড়ার আনজুম হত্যা মামলার ন্যায় বিচারের সচেষ্ট ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।