
তরুন সংগীত শিল্পী আজমল আলী শাহ সেন্টু অপরাধ বিচিত্রার বিশেষ প্রতিনিধি —
কুলাউড়ার বরমচাল ইউনিয়নের কৃতি সন্তান তরুন সংগীত শিল্পী আজমল আলী শাহ সেন্টু ঢাকা থেকে প্রকাশিত অপরাধ বিচিত্রার বিশেষ প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি বিশেষ প্রতিনিধির নিয়োগপত্র ও পত্রিকার পরিচয়পত্র সম্পাদকের নিকট থেকে গ্রহন করেন। সংগীতের পাশাপাশি তিনি কুলাউড়ার সমস্যা সম্ভাবনা,অপরাধ অনিয়মের বিষয়ে সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেছেন। আজমল আলী শাহ সেন্টু অপরাধ বিচিত্রার বিশেষ প্রতিনিধি ছাড়াও বিভাগীয় সমন্বয়ক, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলা ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রাইটস( ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইমপ্লিমেন্টশন এন্ড হিট ফাউন্ডেশন), কালচারাল সেক্রেটারি, ওয়ার্ল্ড মিউজিক (জি জি.এম.এ.বি),সহ দপ্তর সম্পাদক, বাংলাদেশ হযরত শাহজালাল (রহ:) ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদ,কেন্দ্রীয় কমিটি,সিলেট, বাংলাদেশ,উপজেলা যুগ্ন আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস),সাবেক সহ সভাপতি,জাতীয়তাবাদী ছাত্রদল,বরমচাল ইউপি(২০০৩-০৪),সাবেক সহ সভাপতি, জিয়া শিশু কিশোর সংগঠন (১৯৯৬-৯৭),সাবেক সদস্য,বরমচাল ইউনিয়ন বিএনপি(২০০৬),যুগ্ন আহবায়ক, সেচ্ছাসেবকদল,খলিলপুর ইউপি,মৌলভীবাজার সদর(২০১৬), বর্তমান বরমচাল ইউনিয়ন বিএনপির ওয়ার্ড বিএনপির সদস্য,সভাপতি, বরমচাল ইউনিয়ন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ও সহকারী মোতাওল্লি ও খাদিম, হজরত শাহ কালা(রহঃ),মাজার শরীফ,খাদিমপাড়া,বরমচালের দায়িত্ব পালন করে আসছেন। বিজ্ঞাপন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।