
স্টাফ রিপোর্টার।। মৌলভীবাজারে জেলা প্রশাসনের দায়িত্বে পরিবর্তন এসেছে। বিদায়ী জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেন দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক তৌহিদুজ্জামান পাভেল।
প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেলকে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।
তৌহিদুজ্জামান পাভেল এর আগে দুদকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সিনিয়র সহকারী সচিব পদেও দায়িত্বে ছিলেন। তিনি প্রশাসনের একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত।
নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারে যোগদানের অপেক্ষায় আছেন। জেলার সার্বিক প্রশাসন, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবায় তিনি নতুন দিগন্ত উন্মোচন করবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।
তৌহিদুজ্জামান পাভেল মুন্সিগঞ্জ জেলার কৃতি সন্তান। তিনি মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুর মহল্লার মরহুম এডভোকেট শামসুজ্জামান মালিক সাহেবের কনিষ্ঠ পুত্র। উল্লেখ্য, একই মহল্লার জনাব আশরাফুর রহমান সম্প্রতি সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন হয়েছেন।
অন্যদিকে, বিদায়ী জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেন মৌলভীবাজারে দায়িত্ব পালনকালে উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি, প্রশাসনিক দক্ষতা এবং জনসেবায় নিবেদিত ভূমিকার জন্য জেলার মানুষের প্রশংসা অর্জন করেছেন।
মৌলভীবাজারের জনগণ বিদায়ী জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলকে স্বাগত জানিয়েছেন। তাঁরা আশা করছেন, তাঁর নেতৃত্বে জেলার উন্নয়ন আরও গতিশীল হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।