স্টাফ রিপোর্টার :বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্হ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সন্মুখে “এড আবেদ রাজা সাপোর্টার্স ফোরাম” আয়োজিত ‘অংগিকার বন্ধন’ কর্মসূচীতে আসনটি পুনঃবিবেচিত হবার পর বার বার কারানির্যাতিত এড আবেদ রাজা তা ডাঃ জুরায়দার প্রতি উৎসর্গ করবেন বলে ঘোষণা করেন।তিনি বলেন,দেশনেত্রী খালেদা জিয়া,তারেক রহমান নির্বাচনে অংশ গ্রহণের ঘোষণা দিলেও ডাঃ জুবায়দার প্রার্থীতা সম্পর্কে কোন ঘোষণা এখনও আসেনি। জিয়া পরিবারকে পরম যত্নে আগলে রাখায় সিলেটি এ কন্যার প্রতি ভালবাসার সিক্ততায় এ উপহার দেয়া হবে।
আগামী সোমবার ৩টায় প্রেস ক্লাবের সন্মুখে ‘সুদৃঢ় বন্ধন’ কর্মসূচী পালনের ঘোষণা হয়।
বৈষম্য ও অনাচার বিরোধী এ সংগঠনের আহ্বায়ক এনাম আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব এড আবুল কালাম আজাদের সন্চালনায় বক্তব্য রাখেন জাতীয় আইনজীবী সমিতির সভাপতি শাহ খসরুজ্জামানসহ অধ্যাপক এসরাজুল আলম,এড আতাউর রহমান, জাহাঙ্গীর চৌধুরী,এড আঃ সালাম,নেত্রী ঈশিতা,রমিজ উদ্দিন,সোমা আক্তার,এড ফখরুল ইসলাম,আঃ রহমান,দেলোয়ার হোসেন দেলু,শাহরিয়ার চৌধুরী।