প্রথমে Google Play Store থেকে ‘Kalaura City’ অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করুন।
এরপর অ্যাপ এ লগইন করুন, এরপর “ডাক্তার” সিলেক্ট করুন।
এরপর আপনি কোন ধরনের রোগের চিকিৎসক তা নির্বাচন করে (+) আইকনে ক্লিক করুন।
এরপর ফর্ম অনুযায়ী ডাক্তারের ছবি, নাম, শিক্ষাগত যোগ্যতা, কর্মস্থল, যে রোগের চিকিৎসা করে এবং চেম্বারে তথ্য সংযুক্ত করে “সাবমিট” অপশনে প্রেস করলে আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে যাবে।
এভাবে উক্ত এলাকার কেউ ডাক্তারি সেবার খুজ করে থাকলে সরাসরি আপনার এপয়েনমেন্ট নিতে পারবে।
৩. নিজ প্রতিষ্ঠানে চাকরির নিয়োগ দিয়েঃ
এখন থেকে চাকরিতে নিয়োগ দি্তে পারবেন স্মার্ট উপায়ে ‘Kalaura City’ ডিজিটাল অ্যাপের মাধ্যমে। এতে করে এলাকার যোগ্য কর্মচারীবৃন্দদের খুজে পাবেন খুবই সহজে। পাশাপাশি সঠিক ব্যক্তি সঠিক যোগ্যতার কাজ পেতে পারবে। এই অ্যাপের মাধ্যমে চাকরিতে নিয়োগ দেওয়ার জন্যঃ
প্রথমে Google Play Store থেকে ‘Kalaura City’ অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করুন,
এরপর অ্যাপ এ লগইন করুন,
এরপর “চাকরি” সিলেক্ট করে (+) আইকনে ক্লিক করুন
এরপর ফর্ম অনুযায়ী ছবি, জব টাইটেল, প্রতিষ্ঠানের নাম, পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ইউনিয়ন, ঠিকানা, বেতন, প্রতিষ্ঠানের নাম্বার, ইমেইল, আবেদনের শেষ তারিখ এবং বিস্তারিত তথ্য দিয়ে “সাবমিট” অপশনে প্রেস করলে আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে যাবে।
৪. বাসা ভাড়া দিতে পারবেন সহজেইঃ
এখন থেকে কুলাউড়া এলাকায় বাসা ভাড়া দেওয়ার জন্য আর নয় To-Let টানানোর ঝামেলা। ঘরে বসেই দিন বাসা ভাড়ার বিজ্ঞাপন ‘Kalaura City’ অ্যাপের মাধ্যমে। এর জন্যঃ
প্রথমে Google Play Store থেকে ‘Kalaura City’ অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করুন
এরপর অ্যাপ এ লগইন করুন, এরপর “বাসা ভাড়া” সিলেক্ট করে (+) আইকনে ক্লিক করুন
এরপর ফর্ম অনুযায়ী বাসার ছবি, বাসার ধরন, আয়তন, রুম সংখ্যা, বাথরুম সংখ্যা, বাসা ভাড়ার পরিমাণ, ইউনিয়ন ,বাসার ঠিকানা, সুযোগ-সুবিধা ,অন্যান্য তথ্য এবং মোবাইল নম্বর দিয়ে “সাবমিট” অপশনে প্রেস করলে আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।