
মৌলভীবাজার | কুলাউড়ার দর্পণ |
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা:) সম্পর্কে কুরুচিপূর্ণ ও অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে মৌলভীবাজারের বিতর্কিত আইনজীবী উমায়রা ইসলামকে আটক করেছে পুলিশ। তার ওই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয়।
জানা গেছে, উমায়রা ইসলাম সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে হযরত ওমর (রা:)–কে নিয়ে অবমাননাকর একটি পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যে নিন্দার ঝড় তোলে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
এ বিষয়ে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে উমায়রা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
👉 আপডেট পেতে যুক্ত থাকুন কুলাউড়ার দর্পণ–এর সঙ্গে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।