স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ ।
কুলাউড়ার হাকালুকি হাওরের ভূকশিমইল ও ভাটেরা অংশে নিষিদ্ধ জাল ও ফাঁদ ব্যবহার করে পোনা মাছ ধরার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (০৮ জুলাই) দিনব্যাপী সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে হাওরের বিভিন্ন বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পোনা মাছ আহরণের দায়ে একজনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ৫টি অবৈধ জাল ও পোনা মাছ ধরার ফাঁদ জব্দ করে তা পরবর্তীতে ধ্বংস করা হয়।
এ সময় কুলাউড়া সিনিয়র ফিশারিজ অফিসার মো. আব্দুল মাসুদ, উপজেলা সমবায় অফিসার সোনা মোহনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, “হাওড়ের পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ আহরণকারী কাউকে ছাড় দেওয়া হবে না।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।