1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার কুলাউড়ায় পুকুরে গোসল নেমে পানিতে ডুবে একব্যক্তির মৃত্যু ঢাকার রাজপথে ১২ দলীয় জোটের আন্দোলনে ছিলাম: সাবেক এমপি আলী আব্বাস খান কুলাউড়ায় শিববাড়ি মন্দির পরিদর্শনে জেলা জামায়াতের আমির সায়েদ আলী কুলাউড়ায় দুর্গোৎসব ভণ্ডুলের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে-পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন কুলাউড়ায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে জেলা প্রশাসকের নির্দেশনা কমলগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের গ লাকা টা লা শ উদ্ধার কুলাউড়ায় বিশেষ অভিযানে ০৬ আসামী গ্রেফতার কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন কমলগঞ্জে ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টায় কুলাউড়া – সিলেটের দুইজন গ্রেফতার 

কাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর দাবিতে বিশ্বস্ত নেতাকর্মীদের মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী ঘোষণা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এই দাবিতে শুক্রবার সকালে বিশ্বস্ত ও ত্যাগী নেতাকর্মীরা সুনামগঞ্জ সড়কসংলগ্ন ব্রিজের পাশে এক মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধন ভিডিও চিত্র দেখুন

বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান সেলিম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, সাবেক অঙ্গসংগঠনের নেতা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। তাঁরা বলেন, দলের দুর্দিনে যারা রাজপথে সক্রিয় থেকেছেন, কারাবরণ করেছেন, আজ তাঁদের বাদ দিয়ে অযোগ্য ও অজানা ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হচ্ছে, যা মেনে নেওয়া যায় না।

তারা আরও অভিযোগ করেন, কাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদ্য ঘোষিত কাউন্সিলর প্রার্থী নিয়ে এলাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দীর্ঘদিন সংগঠন চালিয়ে যাওয়া ত্যাগী নেতাকে মনোনয়ন না দিয়ে হঠাৎ একজনকে ঘোষণা করা অনৈতিক ও অগণতান্ত্রিক।

বক্তব্যে তারা বলেন, “২০ বছরের বেশি সময় ধরে ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মোহিবুর রহমান মুসা একজন নির্যাতিত, পরিশ্রমী ও জনপ্রিয় নেতা। তিনি ২৪ বছর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। দলের নানা আন্দোলনে সক্রিয় থাকায় বহুবার গ্রেপ্তার হয়েছেন, পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন।”

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ দ্রুত ওয়ার্ড কমিটি ভেঙে ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানান। এছাড়া ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির পুনরায় কাউন্সিলর প্রার্থী হিসেবে মোহিবুর রহমান মুসার নাম ঘোষণার জন্য জোর দাবি জানান।

এসময় আরও বলা হয়, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক দেওয়ান হোসেন হেলাল, অর্থবিষয়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিলন, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বিভিন্ন ইউনিটের সভাপতি ও সম্পাদকরা এ কমিটির সঙ্গে জড়িত থাকলেও কাউকে মতামত নেওয়া হয়নি। এতে ত্যাগী কর্মীদের মাঝে ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে।

তারা বলেন, দলের ভাবমূর্তি রক্ষা ও আগামী নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করতে হলে দলের ভিতরের অনিয়ম রোধ করে গণতান্ত্রিক উপায়ে প্রতিনিধি নির্বাচন নিশ্চিত করতে হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহাব আলী বলেন, “নেতাকর্মীদের অভিযোগ আমাদের কাছে পৌঁছেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানাব।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট