স্টাফ রিপোর্টার: পুরশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল মোক্তাদির এর বদলি জনিত বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৩ জুলাই বুধবার স্কুল মিলনায়তনে এ বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল আলমের সভাপতিত্বে ও শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব কুলাউড়ার সম্পাদক ও আমার দেশ কুলাউড়া প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিএ কমিটির সভাপতি রাশেদা বেগম, শিক্ষিকা সুহেনা আক্তার, সেলিনা ইয়াসমিন চৌধুরী, তানজিদা আক্তার, সৈয়দা তামান্না বেগম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র জাহিদুল ইসলাম, গীতা পাঠ করে সাগর মালাকার। স্বাগত বক্তব্য রাখে ছাত্রী সৈয়দা নাজাহ তাসনিম। শ্রদ্ধাঞ্জনী পাঠ করে তাসনিম জান্নাত। আলোচনা অনুষ্ঠানের আগে বিদায়ী শিক্ষকের হাতে ফুল, ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।