স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির বিতর্কিত আহ্বায়ক কমিটি অবশেষে বাতিল করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগপন্থী ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠনের অভিযোগে দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ ছিলেন।
সদ্য বাতিল হওয়া কমিটির বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ উঠে আসায় কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। অবশেষে ইউনিয়ন বিএনপির সদস্য ও আহ্বায়ক কমিটির নেতা সাখাওয়াত খানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি বাতিলের ঘোষণা আসে।
সাখাওয়াত খান বলেন
“দলীয় ভাবমূর্তি রক্ষায় ও তৃণমূল নেতাকর্মীদের দাবি বিবেচনা করে ৮নং ওয়ার্ডের বিতর্কিত কমিটি বাতিল করা হয়েছে। শিগগিরই নতুন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে।”
এ ঘটনাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। তারা মনে করছেন, এই সিদ্ধান্ত দলের ভিতরে শৃঙ্খলা ও আস্থার পরিবেশ ফিরিয়ে আনবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।