স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ
কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারে সরকারি জমি দখলমুক্ত করতে আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। বাজার এলাকার ফুটপাত ও বিভিন্ন স্থানে সরকারি জমিতে গড়ে ওঠা অস্থায়ী স্থাপনা ও দখল উচ্ছেদ করা হয়।
এ সময় কিছু স্থানীয় ব্যবসায়ী অসন্তোষ প্রকাশ করলেও পথচারী ও সাধারণ জনগণ এ উদ্যোগকে স্বাগত জানান। অভিযানে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
সরকারি জমি দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের সুবিধার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।