স্টাফ রিপোর্টার।
সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় গরু ও মহিষ আটক করেছে বিজিবি। শুক্রবার গুয়াবাড়ি ও লালাখাল এলাকা থেকে এই পশুগুলো আটক করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার গুয়াবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৩টি গরু ও ১টি মহিষ আটক করা হয়। আটক গরু ও মহিষের মূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা। এদিকে, লালাখাল ও জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩টি গরু ও ১টি মহিষ আটক করে। আটক ৪টি পশুর বাজার মূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃত পশুর মোট বাজার মূল্য প্রায় ১০ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার জানিয়েছেন চোরাকারবার প্রতিরোধ ও সীমান্ত রক্ষায় বিজিবি সদা সতর্ক রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় পশুগুলো আটক করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।