1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পাহাড়িকা ট্রেন আটকে দিল আন্দোলনকারীরা মৌলভীবাজারে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ পালিত শ্রীমঙ্গলে গ্যাস লাইন থেকে সৃষ্ঠ অ/গ্নি/কা/ন্ডের ঘটনার বাবা ও ছেলের মৃ/ত্যু কুলাউড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে ৪৬ বিজিবি অধিনায়ক জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এ জাতি কোন কিছু মানবেনা- এহসানুল মাহবুব জোবায়ের হাজী সিরাজ উদ্দিন আহমদিয়া ইবতেদায়ী মাদরাসা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ‘জেন-জি’ নিয়ে চমক দেখাবে বিএনপি, মনোনয়ন পেতে পারেন যারা হবিগঞ্জে মুছে ফেলা হয়েছে জুলাই গ্রাফিতি, লেখা হয়েছে ‘জয় বাংলা’ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে না, এদের বিচার করতে হবে-মৌলভীবাজারে সারজিস আলম নতুন লুকে ড. মোমেন

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এ জাতি কোন কিছু মানবেনা- এহসানুল মাহবুব জোবায়ের

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, জুলাই সনদ ও তার আইনী ভিত্তি ছাড়া এ জাতি কোন কিছুই মানবেনা। কারন এত বড় পরিবর্তনের জন্য যারা রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন পঙ্গু হয়েছেন। জাতি যে বিরাট বড় কুরবানি করেছে। আমরা যে রক্ত সাগর পেরিয়ে এসেছি এটার দাবিই হচ্ছে বাংলাদেশে যাতে আর কোন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এদেশে যাতে আর ফ্যাসিজম কায়েম হতে না পারে। এটাকে বন্ধ করার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিতে ও বাস্তবায়নে প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে।

শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকেলে কুলাউড়া পৌরসভা হলরুমে মৌলভীবাজার এক ও দুই আসনের নির্বাচন কমিটি নিয়ে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

জেলা জামায়াতের আমীর মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মো: ইয়ামীর আলীর সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল প্রভাষক আজিজ আহমদ কিবরিয়া, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম প্রমুখ।

 

প্রধান অতিথি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। এখন জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন। এজন্য একটি সমতল মাঠ নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। যারা নির্বাচনে কেন্দ্র দখল করতে চায়, কালো টাকার বিস্তার ঘটাতে চায়, তারাই এই পদ্ধতির বিরোধিতা করছে।

কোনো দলের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। আমরা সরকারের কাছে আমাদের দাবী দিয়েছি। ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা সুন্দর এবং শান্তিপুর্ণ করার জন্যই আমাদের পাঁচ দফা দাবী। আরো অনেক রাজনৈতিক দল এই দাবির প্রতি একমত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট