1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নানা সমস্যায় জর্জরিত কুলাউড়ার হাজীপুর প্রবাসী ঈদগাও বাজার রক্তের দাগ শুকানোর আগেই আনজুম হত্যার আসামি জুনেলের পক্ষে আদালতে জামিন আবেদন কুলাউড়ায় বিজিবির অভিযানে বিপুল ভারতীয় বিড়ি-সিগারেট জব্দ কুলাউড়ায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু — জনগণের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জেলা প্রশাসকের কুলাউড়ার মানবিক দুই চিকিৎসক কুলাউড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন রুহুল আমীন কুলাউড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ৮ মাস পর নড়ছে শিক্ষা অফিস কুলাউড়ায় অবৈধ বেড়জাল জব্দ ও স্থায়ী অবকাঠামো অপসারণ শায়িত যমুনার তীরে প্রকৌশলী মোজাম্মেল হক: পরিবারের দায়িত্ব নিতে সরকারের প্রতি স্থানীয়দের দাবি

নানা সমস্যায় জর্জরিত কুলাউড়ার হাজীপুর প্রবাসী ঈদগাও বাজার

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। প্রবাসী ও এলাকাবাসীর অর্থায়নে ৬ বছর পূর্বে প্রতিষ্টিত কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের মাদানগর প্রবাসী ইদগাও বাজারটি নানা সমস্যায় জর্জরিত। প্রতিষ্টার পর কয়েকবছর সরকার বাজারটি ইজারা দিয়ে বার্ষিক ৪০ হাজার টাকা করে রাজস্ব আয় করে। কিন্তু এলাকার জনৈক ব্যাক্তির ষড়যন্ত্রের কারনে বিগত ২ বছর থেকে ইজারা দেওয়া বন্ধ রাখে কুলাউড়া উপজেলা প্রশাসন।

সরেজমিনে গেলে দেখা যায়, সরকারী অর্থায়নে একটি শেডঘর নির্মিত হলেও বাজারের ৮০ ভাগ জায়গার উপরে কোন ছাউনি নেই। এলাকার কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে বাজারে বিক্রির জন্য আসছেন। কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসায় তারা অন্যের দোকানে আশ্রয় নিতে হয়েছে। বাজারে আসা ক্রেতারা জানান, বাজারটি প্রতিষ্টা হওয়ায় এতদঞ্চলের বিশাল উপকার হয়েছে। কারন হিসাবে তারা বলেন,মাদানগর প্রবাসী বাজারের ৫ কি:মি দুরে রবিরবাজার, ৪ কি:মি;দূরে নছিরগঞ্জ বাজার। এর মধ্যে আর কোন বাজার না থাকায় উক্ত বাজারের উপর কয়েকটি গ্রামের মানুষ বাজার সদাই করার জন্য নির্ভরশীল হয়ে পড়েছেন। বর্তমানে বাজারটি ইজারা না হওয়ায় বাজারটি সরকারের উন্নয়ন বঞ্চিত হচ্ছে। বিশেষ করে বাজারটি একটু নিচু এলাকায় প্রতিষ্টা হয়েছে। মাটি ভরাটের খুবই প্রয়োজন। নছিরগঞ্জ টু রাজাপুর সেতু রাস্তার সংযোগ সড়কটি যেটি বাজারে এসেছে সেটি কাঁচা হওয়ায় রাস্তা দিয়ে লোকজনের খুবই কষ্ট্ হচ্ছে।

বাজারের অন্যতম প্রতিষ্টাতা দক্ষিনসুরমা সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মো:গিলমান আলী ও মাওলানা শেখ এবাদুর রহমান,প্রবাসী মো:মারজান আলী জানান, বাজারে শেডঘরের অভাবে এবং মাটি ভরাটের অভাবে কৃষক ও বিক্রেতারা সবজি,মাছসহ আনুষাঙ্গিক দ্রব্যাদি নিয়ে বাজারে বসতে পারছেননা। সরকারের নিকট আবেদন, বাজারটির উন্নয়নের স্বার্থে বাজারে আরও একটি শেড ঘর নির্মান, মাটি ভরাট এবং রাস্তাটি ইটসলিং কিংবা পাকাকরন করা হলে বাজারে ক্রেতা বিক্রেতা বাড়বে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

জানা যায়, বাজারটি এলাকার মানুষ ও প্রবাসীরা মিলে ২০১৯ সালে ২৬ শতক জমি ক্রয় করে সরকারের নামে দিয়ে বাজার প্রতিষ্টা করেন। উক্ত বাজারের পাশে রয়েছে একটি মসজিদ,একটি মাদ্রাসা,একটি ঈদগাও ও একটি কবরস্থান। বাজারে বিদ্যুৎও রয়েছে। বাজারে প্রতিদিন ক্রেতা বিক্রেতা আসলেও সপ্তাহে ২ দিন মঙ্গল ও শুক্রবার সাপ্তাহিক হাট বসে।

এব্যাপারে সহকারী কমিশনার(ভূমি) আমিনুল ইসলাম কুলাউড়ার দর্পণকে জানান, সরকারী গ্যাজেটভুক্ত বাজারটি যাতে ইজারা হয় সেবিষয়টি আমরা দেখছি। আর সমস্যার বিষয়টি বাজার কর্তৃপক্ষ লিখিত আকারে দিলে সমাধানের চেষ্টা করব।

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো:মহি উদ্দিন জানান, আবেদন পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট