1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

”বেটা কইলে মামন্দ মনসুর, আর যত পুয়া হাওর কইলে হাকালুকী, আর যত পুয়া”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ জালাল উদ্দিন আহম্মেদ চৌধুরী (মাসুম)

পুলিশ প্রশাসনে কুলাউড়ীয়ানদের যোগদান সর্বকালেই খুব সীমিত। অথচ আশির দশকে একই সময়ে সচিব পর্যায়ের আটজন ছিলেন কুলাউড়ার, যা ছিলো বাংলাদেশের থানা ওয়ারীদের সংখ্যায় রেকর্ড। এখনও কয়েকজন আছেন তবে যে হারে মেধাবীরা বিদেশগামী হচ্ছে তাতে অনুমান করা যায় অদুর ভবিষ্যতে এর সংখ্যা শূণ্যের কোটায় নেমে আসবে। আমাদের এক উজ্জ্বল নক্ষত্র সদ্য প্রয়াত মোহাম্মদ জালাল উদ্দিন আহম্মেদ ছিলেন পুলিশের এডিশন্যাল ডি আই জি।

”বেটা কইলে মামন্দ মনসুর, আর যত পুয়া

হাওর কইলে হাকালুকী, আর যত পুয়া”

এককালীণ প্রচন্ড ক্ষমতা প্রদর্শনকারী দেওয়ান মামন্দ মনসুরের নামানুসারে মনসুর গ্রামে ১৯৭৩ সালের ২৩শে জুন মোহাম্মদ জালাল উদ্দিন আহম্মেদ চৌধুরীর জন্ম। পিতা ইলিয়াস উদ্দিন আহম্মেদ চৌধুরী ও মাতা জেবুন নাহার বেগম চৌধুরী। সুনামগঞ্জ জেলার ছাতক থানায় উনার পৈত্রিক নিবাস হলেও নানাবাড়ী কুলাউড়া থানার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে উনার জন্ম, কর্ম, লেখাপড়া বেড়ে উঠা সবই।

মেধাবী ছাত্র মোহাম্মদ জালাল উদ্দিন আহম্মেদ চৌধুরী ১৯৮৯ সালে কুলাউড়া নবীণ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, ১৯৯১ সালে সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা থেকে এইচ এস সি পাশ করেন। তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

২০০১ সালের ৩১শে মে ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারীপুলিশ সুপার হিসেবে কর্ম জীবনের যাত্রা শুরু। ২০০৭-২০০৮ সালে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হন। ২০০৯-২০১০ এবং ২০১৪-২০১৫ সালে জাতিসংঘ শান্তি মিশনে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে বাংলাদেশ পুলিশের ইতিহাসে প্রথম কর্মকর্তা হিসেবে পি ফউর লেভেল প্ল্যানিং অফিসার পদে যোগদান করেন। দেশে ফিরে পুলিশ ‍সদর দপ্তরে এ আই জি (মিডিয়া), ডিসিপলেন এন্ড প্রফেশন্যাল স্ট্যান্ডার্স এবং ক্রাইম ইস্ট সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সর্বশেষ অতিরিক্ত ডিআইজি (ইন্সপেকশন) থাকাকালীন ইন্তেকাল করেন।

কর্ম জীবনে দক্ষতার স্বাক্ষর স্বরূপ জাতিসংঘ শান্তি মিশনে এবং পুলিশ প্রশাসন থেকে অনেক সম্মাননা পেয়েছেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন সহজ সরল এবং বন্ধুভাবাপন্ন লোক। এলাকার উন্নয়নের বা মানুষের সেবা করার ইচ্ছা ছিলো। বর্তমানে উনার স্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব এবং দুটো পুত্র সন্তান রয়েছে।

সাহিত্য সংস্কৃতি চর্চায় তার অবদান রয়েছে উল্লেখ করার মতো। উনার লেখা ১। কোথায় পাবো তারে ২। নির্বাসিতা হৃদয়ে এসো ৩। ইরোটোমেনিয়া নামক গ্রন্থগুলোতে তার প্রতিভার স্বাক্ষর পাওয়া যায়। তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন অনুমোদিত গীতিকার ছিলেন। কুলাউড়ার পথে প্রান্তরে. ওয়াহিদ মুরাদ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট