
বিএনপির মনোনয়ন পেয়েছেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম,মনিরুল হক চৌধুরী,ফজলুর রহমান,জয়নাল আবেদীন ফারুক সহকারে একঝাঁক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা।
বিএনপির মনোনয়ন পেয়েছেন আমান উল্লাহ আমান,মিজানুর রহমান মিনু,খায়রুল কবির খোকন,শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সহকারে ৯০ এর সে-ই গণঅভ্যুত্থানের একঝাঁক মহানায়কেরা।
পাশাপাশি ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা আরিফুল হক চৌধুরী, এমরান চৌধুরীসহ অনেক ত্যাগী ছাত্রনেতারা।
বিএনপির মনোনয়ন পেয়েছেন জুলাই আন্দোলনের সে-ই মহিরুহ পল্টন ময়দান থেকে আটক হওয়া কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ,তানভীর আহমেদ রবিন এবং সেইসঙ্গে জুলাই আন্দোলনে অপরিসীম ভূমিকা রাখা নুরুল ইসলাম নয়ন,রাজিব আহসান সহকারে একঝাঁক বীরসেনানীরা।
বিএনপির মনোনয়ন পেয়েছেন গুম এবং শহীদ হওয়া নেতাদের স্বজন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী,ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা,সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি সহকারে একঝাঁক শহীদ জিয়ার আদর্শের অকুতোভয় সৈনিকরা।
বিএনপির মনোনয়ন পেয়েছেন দীর্ঘদিন নির্বাসিত থাকা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ,এম এ কাইউম,এম মালেক সহকারে একঝাঁক দেশবরেণ্য রাজনীতিবিদরা।
বিএনপির মনোনয়ন পেয়েছেন দীর্ঘদিন দেশের প্রয়োজনে কারাবাস বরণ করা আব্দুস সালাম পিন্টু,লুৎফুজ্জামান বাবর সহকারে একঝাঁক দুঃসাহসিক নেতা।
বিএনপির মনোনয়ন পেয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ,ডক্টর মঈন খান,আসাদুল হাবিব দুলু,শাহাজাহান মিয়া সহকারে একঝাঁক দেশবরেণ্য শিক্ষকরা।
বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ সহকারে বাংলাদেশ সরকারের একঝাঁক(বিসিএস ক্যাডার) সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা।
বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা আব্বাস,বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু,মজিবুর রহমান সরোয়ার সহকারে একঝাঁক দেশবরেণ্য রাজনীতিবিদরা।
বিএনপির মনোনয়ন পেয়েছেন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন,ডাঃসানসিলা জেবরিন প্রিয়াংকা,ডাঃআবু মনসুর সাখাওয়াত জীবন সহকারে প্রবীন নবীনের সংমিশ্রণে একঝাঁক দেশবরেণ্য চিকিৎসকরা।
বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহাবুব উদ্দিন খোকন,নওশাদ জমির,কায়সার কামাল,মোঃ হাসান রাজিব,রাগিব রউফ চৌধুরী সহকারে একঝাঁক দেশবরেণ্য আইনজ্ঞরা।
বিএনপির মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন,মোমিনুল হক, জাকির হোসেন সহকারে একঝাঁক দেশবরেণ্য ইঞ্জিনিয়াররা।
বিএনপির মনোনয়ন পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী,ইকবাল হাসান মাহমুদ টুকু, আব্দুল আউয়াল মিন্টু,লায়ন হারুনর রশীদ,এম নাসের রহমান,এরশাদ উল্লাহ সহকারে একঝাঁক দেশবরেণ্য ব্যবসায়ীরা।
বিএনপির মনোনয়ন পেয়েছেন আফরোজা খানম রিটা,শামা ওবায়েদ, নায়াব ইউসুফ,ফারজানা শারমিন পুতুল,ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সহকারে একঝাঁক নারী জাগরণের অগ্রদূতেরা।।
বিএনপির মনোনয়ন পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়,নিতাই রায় চৌধুরী,দিপেন দেওয়ান,সাচিং প্রু সহকারে একঝাঁক ভিন্ন ধর্মালম্বীরা।
বিএনপির মনোনয়ন পেয়েছেন আমিনুল হক,আলী আসগর লবী,মোশাররফ হোসেন সহকারে ক্রীড়াঙ্গনের একঝাঁক তারকাবহুল নাম।
বিএনপির মনোনয়ন পেয়েছেন মোকাররম হোসেন রুবেল,শামীম তালুকদার,জিকে গউস,সাইফুল্লাহ সুজন,আজহারুল ইসলাম মান্নান,গফুর ভুঁইয়া,আবুল হোসেন সহকারে তৃনমুল থেকে উঠে আসা একঝাঁক জনপ্রিয় নেতারা।
অচীরেই বিএনপি তথা ধানের শীষের সমর্থন পেতে যাচ্ছেন উবায়দুল্লাহ ফারুক,মঞ্জরুল ইসলাম আফেন্দি,জুনায়েদ আল হাবিব সহকারে একঝাঁক দেশবরেণ্য আলেমরা।
অচীরেই বিএনপি তথা ধানের শীষের সমর্থন পেতে যাচ্ছেন মাহমুদুর রহমান মান্না,আন্দালিব রহমান পার্থ,জুনায়েদ সাকী,রাশেদ খান,রেদোয়ান আহমেদ সহকারে ভিন্ন আদর্শের ভিন্ন মতের একঝাঁক দেশবরেণ্য রাজনীতিবিদরা।
সদ্য নমিনেশন দেওয়া বিএনপির এই মনোনয়ন তালিকায় কোন পেশা,বর্ণ,মত,আদর্শের রাজনীতিবিদ নাই,বলুন?
উপরোক্ত উল্লেখিত কেউই হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেন নাই।ঐ হাসিনা কর্তৃক অত্যাচার নির্যাতনের স্টিমরোলার চালানোর পরও মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে দেশের মানুষের মুক্তির জন্য লড়াই করে গেছেন এই বীরসেনানীরা।
জনগণ যদি ভোট দেয় তাহলে অচীরেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পার্লামেন্ট পেতে যাচ্ছে বাংলাদেশের মানুষ।
ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতি সবকিছুর উর্দ্ধে আমরা সবাই বাংলাদেশের নাগরিক আর শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদকে আরো একবার সবার উর্দ্ধে রেখে বিএনপি এই মনোনয়ন দিয়েছে তারজন্য বিএনপির প্রতি হৃদয়ের অন্তস্হল থেকে কৃতজ্ঞতা।
বাংলাদেশী জাতীয়তাবাদের পক্ষে
ভোট হোক ধানের শীষের..
Shipar Ahmed ✍️
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।