কুলাউড়ার দর্পন রির্পোট।
কুলাউড়া সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (এজিএস), জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী শফি আহমেদ দিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুলাউড়া পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কুলাউড়া পৌরসভার একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ শফি আহমেদ দিনারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এই আয়োজনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শফি আহমেদ দিনার শুধু একজন প্রবাসী নন, তিনি জাতীয়তাবাদী আদর্শের একজন প্রেরণাদায়ী কর্মী। প্রবাসে থেকেও তিনি দলের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করে চলেছেন।”
দিনার ভাই তার বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দেশে ফিরে আপনাদের এমন ভালোবাসা পেয়ে আমি অভিভূত। ভবিষ্যতেও জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দল ও দেশের কল্যাণে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠান শেষে মোনাজাত ও প্রীতিভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।