1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বিএনপির ব্যানারের পেছনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যুবক গ্রেফতার এঞ্জেল কেয়ার একাডেমির পক্ষ থেকে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী রোগীকে হুইল চেয়ার প্রদান ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন সভাপতি আপ্তাব, সম্পাদক লুৎফর, সাংগঠনিক সোহেল বিজয়ী  কমলগঞ্জে বাগানের সেকশন থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার বড়লেখায় কাউন্সিলের আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিএনপির সভাপতি নির্বাচিত হলেন আব্দুল হাফিজ ও জুয়েল যুগ্ম সম্পাদক বিয়ানীবাজারে আড়াই কোটি টাকার ভারতীয় কসমেটিকস আটক ১৩৬ বছরের জীবনের সাক্ষী রাম সিং গড়, শ্রীমঙ্গলে জন্মদিন উদযাপন কুলাউড়ায় সর্বস্তরের ট্রেন যাত্রীদের বিশাল মানববন্ধন কর্মসূচি পালন : ৮দফা না মানলে কঠোর আন্দোলন কমলগঞ্জে সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে গলা কেটে হত্যা মনু নদীতে পড়ে নিখোঁজ মছব্বিরের মরদেহ উদ্ধার

বড়লেখায় কাউন্সিলের আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিএনপির সভাপতি নির্বাচিত হলেন আব্দুল হাফিজ ও জুয়েল যুগ্ম সম্পাদক

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধিঃ

বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে, এর আগেই উপজেলা বিএনপির সভাপতি পদে প্রবীণ বিএনপি নেতা আব্দুল হাফিজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ওই দুইপদে একক প্রার্থী থাকায় নির্বাচন কমিশন শুক্রবার রাতে তাদের বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়েছে।

নির্বাচন কমিশনার অধ্যক্ষ মো. আসুক উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার (৮ আগস্ট) রাতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। পাঁচটি পদের মধ্যে সভাপতি পদে আব্দুল হাফিজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদকে বিনা প্রতিদ্ব›দ্বীতা বিজয়ী ঘোষণা করা হয়েছে। বাকি তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২০ সালে বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান খছরু ও সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক আব্দুস শহীদ খান নির্বাচিত হন। চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খসরু, সদস্য আব্দুল হাফিজ ও আলাল উদ্দিন মনোনীত হন।

বড়লেখা বিএনপি ও সহযোগী সংগঠনের আস্থার প্রতীক বিনাপ্রতিদ্ব›দ্বীতায় পুনঃনির্বাচিত সভাপতি আব্দুল হাফিজ ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের মাধ্যমে তিনি রাজনীতিতে আসেন। পরবর্তীতে যুবদল ও মুল দলকে ঐক্যবদ্ধ ও সংগঠিত রাখতে তিনি স্বৈরাচার এরশাদ ও ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বারবার মামলা-হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তবুও বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়াননি। দুঃসময়ে নেতাকর্মীর পাশে ছিলেন, দলকে সুসংগঠিত করতে নানা ত্যাগ শিকার করেন। প্রায় তিন যুগ ধরে বড়লেখা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর আস্থার প্রতীকে পরিণত হন। দলের জন্য নিবেদিত ও কর্মীবান্ধব হওয়ার কারণে বারবার তিনি উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। এবারও দলীয় নেতাকর্মীদের চাপে প্রার্থী হন এবং তার প্রতি আস্থাশীল হওয়ায় সভাপতি পদে আর কোনো প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেননি।

নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের শেষ তারিখ ছিল ৭ ও ৮ আগস্ট। ৮ আগস্ট যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজনই বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন। বাকি চার পদের মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সিনিয়র সহসভাপতি পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। আগামী ১৬ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!