1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

বড়লেখায় কাউন্সিলের আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিএনপির সভাপতি নির্বাচিত হলেন আব্দুল হাফিজ ও জুয়েল যুগ্ম সম্পাদক

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধিঃ

বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে, এর আগেই উপজেলা বিএনপির সভাপতি পদে প্রবীণ বিএনপি নেতা আব্দুল হাফিজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ওই দুইপদে একক প্রার্থী থাকায় নির্বাচন কমিশন শুক্রবার রাতে তাদের বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়েছে।

নির্বাচন কমিশনার অধ্যক্ষ মো. আসুক উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার (৮ আগস্ট) রাতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। পাঁচটি পদের মধ্যে সভাপতি পদে আব্দুল হাফিজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদকে বিনা প্রতিদ্ব›দ্বীতা বিজয়ী ঘোষণা করা হয়েছে। বাকি তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২০ সালে বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান খছরু ও সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক আব্দুস শহীদ খান নির্বাচিত হন। চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খসরু, সদস্য আব্দুল হাফিজ ও আলাল উদ্দিন মনোনীত হন।

বড়লেখা বিএনপি ও সহযোগী সংগঠনের আস্থার প্রতীক বিনাপ্রতিদ্ব›দ্বীতায় পুনঃনির্বাচিত সভাপতি আব্দুল হাফিজ ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের মাধ্যমে তিনি রাজনীতিতে আসেন। পরবর্তীতে যুবদল ও মুল দলকে ঐক্যবদ্ধ ও সংগঠিত রাখতে তিনি স্বৈরাচার এরশাদ ও ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বারবার মামলা-হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তবুও বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়াননি। দুঃসময়ে নেতাকর্মীর পাশে ছিলেন, দলকে সুসংগঠিত করতে নানা ত্যাগ শিকার করেন। প্রায় তিন যুগ ধরে বড়লেখা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর আস্থার প্রতীকে পরিণত হন। দলের জন্য নিবেদিত ও কর্মীবান্ধব হওয়ার কারণে বারবার তিনি উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। এবারও দলীয় নেতাকর্মীদের চাপে প্রার্থী হন এবং তার প্রতি আস্থাশীল হওয়ায় সভাপতি পদে আর কোনো প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেননি।

নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের শেষ তারিখ ছিল ৭ ও ৮ আগস্ট। ৮ আগস্ট যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজনই বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন। বাকি চার পদের মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সিনিয়র সহসভাপতি পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। আগামী ১৬ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট