বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার রাতে ৩ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ারাভুক্ত ৯ আসামীকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক মামলায় সশ্রম কারাদন্ড এবং অর্থ দন্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামীরা হলেন- আজিজুর রহমান, মো. আব্দুল কাহির প্রকাশ এমএ কাহির ও আতাউর রহমান। পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা হলেন- ৬ আসামী হলেন- ইকবাল হোসেন সাহেদ, আজিত আহমদ, আয়রুন নেছা, জুয়েল আহমদ, জুবের আহমদ ও সুমন মিয়া।
থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ৯ আসামীকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।