নিজস্ব প্রতিবেদক: বড়লেখায় সড়ক দুর্ঘটনায় তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী ফরিদা আক্তার (২২)। তিনি দক্ষিণভাগ ইউনিয়নের পূর্ব দক্ষিণভাগ গ্রামের আহাদ মিয়ার মেয়ে এবং স্থানীয় পান দোকানদার সামাদ মিয়ার ভাতিজি।
জানা গেছে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ডিগ্রি ফাইনাল পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে ভাইয়ের সাথে জুড়ী থেকে বাড়ি ফিরছিলেন ফরিদা আক্তার। আমতৈল (চালবন্দ) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ফরিদা আক্তার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ডিগ্রি (২০২০–২১ শিক্ষাবর্ষ) শেষ বর্ষের ছাত্রী ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।