1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে আদালতের বারান্দায় কুলাউড়ার আসামীর মারমুখী আচরণে মামলা দায়ের : সমন জারি কুলাউড়ার রবিরবাজার সরকারি কাঁচা সবজির বাজারে অব্যবস্থাপনা ও দখলবাণিজ্য কুলাউড়ায় শ্রীপুর জালালিয়া মাদরাসা পেল কামিল (মাস্টার্স) পাঠদানের অনুমতি তারুণ্যের দীপ্ত প্রতীক কবি চয়ন জামানের নবম মৃত্যুবার্ষিকী আজ কুলাউড়ায় ইউএনওর প্রচেষ্টায় গোগালি ছড়ার ব্রিজে মেরামত কাজ শুরু আপনার এসপি’ নামে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা চালু ওসিডি (OCD): এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ সময় সিলেটে স্মার্ট পাঠশালার যাত্রায় অভিভাবক সমাবেশ  এ. এন. এম. ইউসুফ মোক্তার: কুলাউড়ার কৃতীমান পুরুষ ও শিক্ষার আলোকবর্তিকা-গৌরবের প্রতীক প্রবাসে থেকেও দেশের রাজনীতি ও সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত কুলাউড়ার সৈয়দ জুবায়ের আলী

এ. এন. এম. ইউসুফ মোক্তার: কুলাউড়ার কৃতীমান পুরুষ ও শিক্ষার আলোকবর্তিকা-গৌরবের প্রতীক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

এ. এন. এম. ইউসুফ মোক্তার: কুলাউড়ার কৃতীমান পুরুষ ও শিক্ষার আলোকবর্তিকা-গৌরবের প্রতীক

সংক্ষিপ্ত জীবনী – (১৯১৮–২০০৯)

বাংলাদেশ মুসলিম লীগের বর্ষীয়ান নেতা, প্রখ্যাত আইনজীবী এবং মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এ. এন. এম. ইউসুফ ছিলেন কুলাউড়া ও বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষাক্ষেত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান এবং জনসেবামূলক ভূমিকা আজও কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

এ. এন. এম. ইউসুফ ১৯১৮ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দাউদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে সিলেট গভর্নমেন্ট হাই স্কুলে পড়াশোনা করে পাকিস্তান উত্তর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। মোক্তারশীপ পাশ করে ঢাকায় আইন পেশা শুরু করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কৃতিত্বের সাথে বিএ, এলএলবি ও এমএ ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক ও সামাজিক ভূমিকা

১৯৪৭ সালের ঐতিহাসিক সিলেট গণভোট আন্দোলনে তিনি মুসলিম লীগ ‘ভলানটিয়ার কোর’-এর আঞ্চলিক অধিনায়কের দায়িত্ব পালন করেন। এই গণভোটে সিলেটকে তৎকালীন পূর্ব পাকিস্তানে যুক্ত করার সংগ্রামে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৯৭১ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক (কনভেনশন) মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। স্বাধীনতার পর বাংলাদেশ মুসলিম লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৭২–১৯৭৪ সালে রাজনৈতিক কারণে কারাবরণ করেন।

১৯৬৪ সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি নিউ টাউন শান্তি কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করেন। ১৯৬৮–১৯৭১ সালে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সম্পাদক এবং ১৯৭৯–১৯৮১ সালে গভর্নিং বডির সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি ঢাকাস্থ কুলাউড়া সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবেও পরিচিত ছিলেন।

শিক্ষাক্ষেত্রে এ. এন. এম. ইউসুফের অবদান

কুলাউড়া অঞ্চলে শিক্ষাবিস্তারে এ. এন. এম. ইউসুফের অবদান অনন্য ও ইতিহাসগর্ভ। তাঁর নিরলস প্রচেষ্টা, দৃষ্টিভঙ্গি ও উদ্যোগে কুলাউড়ায় একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, যা এই অঞ্চলে শিক্ষার আলো ছড়ানোর এক নতুন যুগের সূচনা করে।

তাঁর সরাসরি সহযোগিতা ও উদ্যোগে কলেজ প্রতিষ্ঠার জন্য জমি ও ভবন দান করা হয়, গড়ে ওঠে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান, আর শিক্ষার্থীদের জন্য নিশ্চিত হয় মানসম্মত শিক্ষা পরিবেশ। কুলাউড়ার শিক্ষা কাঠামোকে শক্তিশালী করার এই অবদানই তাঁর অন্যতম স্থায়ী কৃতিত্ব।

তিনি ছিলেন কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ, লংলা আধুনিক ডিগ্রি কলেজ, ইউসুফ–গণি উচ্চ বিদ্যালয় ও কলেজ– ফুলতলা সাগরনাল শাহনিমাত্রা কলেজ, এম.এ. গণি কলেজ ও জুনিয়র স্কুল, সিংগুর-শ্রীপুর-শাহজালাল উচ্চ বিদ্যালয়সহ বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষকতা করেন।

শিক্ষাক্ষেত্রের পাশাপাশি তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা, সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নেতৃত্ব দেন, যা আজও তাঁর মানবিক দৃষ্টিভঙ্গির সাক্ষ্য বহন করছে।

নির্বাচনী জীবন

১৯৬২, ১৯৬৫, ১৯৭৯ এবং ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুলাউড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৮৬ সালে মৌলভীবাজার-২ আসন থেকে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করে তৃতীয় জাতীয় সংসদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃত্যু,

২০০৯ সালের ২২ অক্টোবর ঢাকার মগবাজারের রাশমনো ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন।

এই জীবনে তাঁকে দেখতে গিয়ে বা তাঁর কর্মকাণ্ড মূল্যায়নে যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই আল্লাহর বান্দাকে। মহান আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন—আল্লাহুম্মা আমীন।

এই জীবনী লেখার সময় যদি কোন তথ্যগত ভুল বা ত্রুটি থেকে থাকে, তা কুমার দৃষ্টিতে (ক্ষমার দৃষ্টিতে) দেখবেন এবং প্রয়োজনে সংশোধনের জন্য পরামর্শ প্রদান করবেন।

কুলাউড়ার দর্পণ নিউজ ডেস্ক

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট