স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ
বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলায় আদালতের দেওয়া সাজাপ্রাপ্ত দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত ২ আগস্ট ২০২৫, বড়লেখা থানা পুলিশের টিম কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি সেলিম আহমদ, পিতা নেওয়ার আলী, সাং কাঠালতলী দক্ষিণ এবং সাজু আহমদ, পিতা ফয়েজ উদ্দিন ফজলু ড্রাইভার, সাং কাঠালতলী উত্তরভাগ—কে গ্রেফতার করে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর দক্ষিণভাগ এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতারের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হয়। আদালত তাদের উভয়কে সাজা প্রদান করেন।
গ্রেফতারের পর ৩ আগস্ট ২০২৫ তারিখে তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে হাজির করা হয়।
মাদকবিরোধী অভিযানে বড়লেখা থানা পুলিশের এ ধরনের তৎপরতা স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।