1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে কুলাউড়ার কাদিপুরের গৌরব: ক্ষীরোদ বিহারী সোম ও তাঁর উত্তরসূরি

বড়লেখায় জামায়াত নেতা তিন ইউনিয়নকে ‘পাকিস্তান খ্যাত’ বলায় আলোচনা-সমালোচনা, প্রতিবাদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধি।।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তিন ইউনিয়নকে ‘পাকিস্তান খ্যাত’ বলে উল্লেখ করে সমালোচনার মুখে পড়েছেন ওই এলাকার এক জামায়াত নেতা।

বড়লেখা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল বাছিতের এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। তবে ওই জামায়াত নেতা বলছেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে।

ওই বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল বাছিত বড়লেখার তিনটি ইউনিয়নকে ‘পাকিস্তান খ্যাত’ বলে উল্লেখ করেন।

আব্দুল বাছিতকে বলতে শোনা যায়, ‘…বড়লেখা উপজেলায় পাকিস্তান খ্যাত তিনটি ইউনিয়ন আছে, আমি যা জানি। ১ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন এবং দক্ষিণভাগ ইউনিয়ন। আমরা ইনশা আল্লাহ এই তিনটা ইউনিয়নে কমপক্ষে, আমার ধারণা আমরা জিতে গেছি। আলহামদুলিল্লাহ।’

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ জুলাই বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নয়াবাজারে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে একটি মতবিনিময় সভা হয়। সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল বাছিত বক্তব্য দেন। দীর্ঘ বক্তব্যের একপর্যায়ে তিনি তিনটি ইউনিয়নকে ‘পাকিস্তান খ্যাত’ বলে উল্লেখ করেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে জামায়াত নেতা মো. আব্দুল বাছিত বলেন, ৫ জুলাই মাগরিবের নামাজের পর উত্তর শাহবাজপুর ইউনিয়নের নয়াবাজারে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে একটি মতবিনিময় সভায় তিনি বক্তব্য দেন। তখন প্রসঙ্গক্রমে তিনি কথাগুলো বলেন। তিনি বলেন, ‘মতবিনিময় সভায় বক্তব্য লম্বা ছিল। কারা সেখান থেকে ২৭ সেকেন্ডের একটা ভিডিও আপলোড করেছে। বক্তব্যের বিষয় ছিল, গত ১৫ থেকে ১৭ বছরে সরকারবিরোধী আন্দোলনে এই তিনটি ইউনিয়নে জামায়াত ও ছাত্রশিবিরের বড় ভূমিকা ছিল। আন্দোলনে জামায়াত-শিবিরের বড় ভূমিকা থাকায় পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন জামায়াত-শিবির অধ্যুষিত এই তিনটা ইউনিয়নকে পাকিস্তান আখ্যা দিত। পুলিশ প্রশাসন বলত, এই ইউনিয়নগুলোকে তোমরা পাকিস্তান বানিয়ে ফেলছ। ২০১৮ সালে পুলিশ যখন আমাকে গ্রেপ্তার করে, তখনো এ শব্দটা ব্যবহার করেছে। আন্দোলনে ইউনিয়ন তিনটির বেশি ভূমিকা ও ওটা (পুলিশের মন্তব্য) বোঝাতে গিয়ে পাকিস্তান খ্যাত কথাটা বলেছি।’

ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি দেয় ছাত্রদলের উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখা। শাখা সভাপতি শাহিন আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রদল শাহবাজপুর ইউনিয়ন শাখা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ করছে, মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা রাখা সংগঠন জামায়াতের উপজেলা সেক্রেটারি সম্প্রতি তাঁদের দলের একটি সভায় উত্তর শাহবাজপুর ইউনিয়নসহ উপজেলার তিনটি ইউনিয়নকে পাকিস্তান ঘোষণা করার মতো একটি গর্হিত ও হঠকারী স্টেটমেন্ট দিয়েছেন। এটি একটি বক্তব্যই নয় শুধু, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।’ তাঁরা ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ব্যক্তি ও দলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ছাত্রদল নেতা শাহিন আহমদ বলেন, ‘এই বক্তব্যে এলাকায় মানুষের মনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। অনেক মানুষ আলোচনা-সমালোচনা করছেন। ওই দিন প্রার্থীর (জামায়াত মনোনীত প্রার্থী) পক্ষে মতবিনিময় সভায় এই বক্তব্য দেওয়া হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট